প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের একটি প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলা রিসোর্স সেন্টার নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করে থাকে:
- শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ,
- বিদ্যালয় ব্যবস্থাপনা প্রশিক্ষণ (এস এম টি),
- প্রাক-প্রাথমিক শিক্ষা,
- একীভূত শিক্ষা,
- বহুমুখী শিখন শেখানো (এমডবি¬উটিএল),
- বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি),
- উপকরণ তৈরীর উপর প্রশিক্ষণ,
- ভিপ (ঠওচচ) প্রশিক্ষণ,
- এইপিসি (ওচঈ) প্রশিক্ষণ এবং
- এই সমস্ত প্রশিক্ষণ বাস্তবায়নে তদারকি ও বিদ্যালয় পরিদর্শন।
(১)ধাপ সমুহ : ইন্সট্রাক্টর এর বরাবর লিখিত আবেদন করবেন। ইন্সট্রাক্টর ৫(পাঁচ)) কার্যদিবসের মধ্যে সুপারের নিকট প্রেরণ করবেন । এবং আবেদন কারীকে অবহিত করতে হবে ।
(২)ধাপ সমুহ : ইন্সট্রাক্টর এর বরাবর লিখিত আবেদন করবেন। ইন্সট্রাক্টর ৭(সাত) কার্যদিবসের মধ্যে সুপারের নিকট প্রেরণ করবেন । এবং আবেদন কারীকে অবহিত করতে হবে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস